রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদাতা ঃ শিক্ষার পাশাপাশি ক্রীড়া হোক জাতির অহংকার শ্লোগানকে সামনে রেখে সরকারের যুগান্তকারী পদক্ষেপ আজ প্রশংসনীয় হয়ে উঠেছে। ধারাবাহিকতায় ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি মিনি ষ্টেডিয়াম নির্মানের প্রথম ধাপের কাজের দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব রাখেন প্রজেট ইনজিনিয়ার হেদায়তুল্লা হক মিজা বলেন ৪১ লক্ষ টাকা ব্যয়ে এই মিনি ষ্টডিয়ামর হচ্ছে তিনি আরো বলেন উওরবঙের ঠাকুরগাঁও রাণীশংকৈলে প্রথম শুরু হলো মিনি ষ্টেডিয়াম । দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মো. ইয়াসিন আলী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা,উপজেলা চেয়ারম্যান আইনুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকর মোঃ নাহিদ হাসান আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক অধ্যক্ষ তাজুল ইসলাম, জাহাঙীর আলম, আহবায়ক বিজয় রায় , অন্যান সাংবাদিক বৃন্দ । প্রাথমিক পর্যায়ে রাণীশংকৈল উপজেলার মিনি ষ্টেডিয়ামের নির্মান কাজের দোয়া হয় । জেলার মধ্যে এটি সর্ব প্রথম নির্মাান করাা হবে । সরকারের এ মহৎ পদক্ষেপের প্রশংসা করেন সর্বস্তরের মানুষ।