![SAMSUNG CAMERA PICTURES](http://asianbanglanews.com/wp-content/uploads/2015/12/mail.google.com_7.jpg)
রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌরসভায় নির্বাচন সারাদেশের ন্যায় ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আলমগীর সরকার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৩১ ডিসেম্বর উপজেলা আ’লীগ কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের হয়ে খুনিয়াদিঘি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন করেন। ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, সংরক্ষিত ৩০১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, রাণীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহরিয়ার আযম মুন্না প্রমুখ। পুষ্পার্ঘ অর্পন শেষে উপস্থিতিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নব নির্বাচিত মেয়র ও নেতৃবৃন্দ।