আবু উবায়দা,বড়লেখা উপজেলা প্রতিনিধিঃবড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুদুৎপুর গ্রামের ফারুক মিয়ার বসত ভিটার নিজ গোয়ালঘরে গতকাল রাত্রে আগুনে পুড়ে ২টি গরু ও প্রায় ৫০-৬০ হাঁস মুরগী পুড়ে ছাই হয়ে গেছে।এমন কমর্কান্ডে এলাকার মানুষ হতবাক।কিভাবে আগুন লেগেছিল বা কোন দুবৃর্ত্ত দ্বারা এই অগ্নিকান্ড সংঘটিত হয়েছিল তা এখন জানা যায় নি।আশা করা হচ্ছে অচিরেই এই রহস্য উম্মুচিত হবে ধারণা করছেন এলাকাবাসী।এলাকার সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দ্রা জ্ঞাপন করেছেন।এবং সঠিক ঘটনা উদঘাটনের আশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।