পেয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
:ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে এবং ভাল দাম পাওয়ার আশা চাষীদের |

রানীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সন্জয় দেবনাথের তথ্যমতে -গতবছরের তুলনায় এ বছর ৫গুন বৃদ্ধি পেয়েছে |

এ বছর ভাল ফলনের পাশাপাশি পাট চাষের পরিমান ছিল ১২৫৫ হেক্টর |

চাষীরা বলেন উপজেলা কৃষি অধিদপ্তর বিনামুল্যে পাট বীজ বিতরণ করায় অন্যান্য ফসলের তুলনায় পাট চাষের খরচ কম হয়েছে |

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে –উন্নতপ্রযুক্তি নির্ভরপাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় ২হাজার পাট চাষীকে এ বছর বিনামুল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয় |

আবহাওয়া ভাল হওয়ায় পাটের ফলনও ভাল হয়েছে |ভাল ফলন হওয়ায় কৃষকের মুখে আনন্দের ইমেজ তৈরী হয়েছে |

পাট দিয়ে বস্ত্র,কাপড়, সুতা তৈরী করা হয় এবং পাটের শোলা জ্বালানি হিসাবে কাজে লাগে |

সরকারের ইতিবাচক প্রভাব পড়লে পাটের সোনালি যুগ আবার ফিরে আসবে বলে কৃষকদের ধারনা |

তবে এ বছর বৃষ্টি কম হওয়ায় খাল বিল পুকুরে জ্বললর অভাব দেখায় পাট জাগা নিয়ে শঙ্কায় পরেছেন কৃষকেরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *