রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে সংবাদদাত ঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে খুনিয়া দীঘি স্মৃতি সৌধ প্রাঙ্গণে ২৬মার্চ সূয্যস্তের সাথে সাথে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিবসের কর্ম সূচী শুরু হয়।এ সময় এমপি ইয়াসিন ও সেলিনা জাহান লিটা সহ প্রশাসন, প্রেস ক্লাব,ঠাকুরগাও জেলাট্রাক্টর হিমেল হোলার ম্যাক্সি রাইটার চ্যাম্পিয়ান যান্ত্রিক যান মালিকসমিতিআ’লীগ,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেন। এরপরে সকাল ৯টায় যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করে। ডিগ্রী কলেজ মাঠে শরীর চর্চা (ডিসপ্লে) প্রদর্শন ও খেলাধুলা প্রাতিযোগিতা হয়।
এরপরে ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে বীর মুক্তি যোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি বক্তবে খুনিয়া দিঘী বধ্যভুমি সর্¤úকে বলেন বধ্যভুমিটি খাস এটি বিক্রি হয়নি তবে জলকরটি মালিকানা-ঠাকুরগাও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, সংরক্ষিত ৩০১আসনের এমপি সেলিনা জাহান লিটা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম,অফিসার ইনর্চাজ রেজাউল করিম, সাংবাদিক অধ্যাপক আনোয়ারূল ইসলাম মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম,হবিবর রহমান।
এছাড়াও অন্যানাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব আহবায়ক বিজয় রায়,খুরশিদ আলম শাওন, মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন,আ’লীগ সম্পাদক মোঃ তাজউদ্দীন,আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা পুরষ্কার বিতরণ ও প্রতিযোগিতায় বিজয়ীদের পূরস্কার দেওয়া হয়। এবং প্রীতি ফুটবল খেলা ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।