রাণীশংকৈল ( ঠাকুরগাও ) থেকে বিজয় রায় ॥ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রেস ক্লাবে গত ২২ ফেব্রুয়ারী রিক্্রা ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনূষ্ঠিত হয় ।
নির্বাচনে সভাপতি পদে খাইরুল ইসলাম পায় ২৯৯ ভোট নিকটতম প্রতিদন্দি মকবুল হোসেন পায় ১৮৩ ভোট সম্পাদক পদে রবিউল ইসলাম পায় ৩২২ ভোট নিকটতম প্রতিদন্দি রফিকুল ইসলাম পায় ১৬০ ভোট। নির্বাচনে মোট ভোটার ১৪৪৯ জন, ভোটাধিকার প্রয়োগ করেন ৫১০ জন। রিটানিং কর্মকর্তা সাংবাদিক আসিনুর রহমান বাকি জানান, ৩ টি বুথে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুলোক চন্দ্র বসাক, মৎস্য কর্মকর্তা আঃ জলিল, পল¬ী দারিদ্র কর্মকর্তা রইস উদ্দীন। অপর দিকে ১৩ সদস্যের রিক্্রা ভ্যান রাজ ১১৬৭ শ্রমিক ইউনিয়ন কমিটি গঠন করা হয়।