রানীশংকৈল (ঠাকুরগাঁও)সংবাদদাতা ঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ সরকারী করন হওয়ায় গত ১৭ জুলাই একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যক্ষ তফিল উদ্দীনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য সেলিনা জাহান লিটাকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন,আ’লীগ যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী, উপাধ্যাক্ষ মহাদেব বসাক, গর্ভনিং বডির সদস্য অমল কুমার রায়, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন,কৃষকলীগ সম্পাদক মোশারফ হোসেন বুলু,সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, ,প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, স্বেচ্ছা সেবকলীগ সম্পাদক সোহেল রানা,জাকারিয়া হাবিব ডন,অবিভাবক আব্দুর রশিদ,ছাত্রলীগ নেতা তারেক আজিজ প্রমুখ। শেষে অধ্যক্ষ তফিল উদ্দীনের নের্তৃত্বে মহিলা ডিগ্রী কলেজের সকল শিক্ষক ,কর্মচারী, শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মিরা র্যালীটি নিয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।