এশিয়ান বাংলা ডেস্ক: জার্মানির নর্ড স্ট্রিম পাইপলাইনে প্রতিদিন ১৬৭ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাঠাত রাশিয়ার গ্যাসপ্রোম।
কিন্তু মঙ্গলবার জার্মানিতে এই পাইপলাইনে প্রতিদিন ১০০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাঠানো শুরু করে গ্যাসপ্রোম।
তারা জানায়, গ্যাস সরবরাহের কিছু যন্ত্রাংশ ঠিক করার জন্য দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো সময় মতো না আসায় গ্যাসের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হয়েছে তারা।
গ্যাসপ্রোম জানিয়েছিল, বিষয়টি ‘প্রযুক্তিগত’ সমস্যা।
তবে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হেবেক বুধবার বলেছেন, গ্যাসপ্রোম ইচ্ছে করে জার্মানিতে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। এটি প্রযুক্তিগত সমস্যা না। এটি ‘রাজনৈতিক’ সিদ্ধান্ত। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই রাশিয়া এটি করেছে।
জার্মানির অর্থমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছেন, সামনে জ্বালানির ওপর আরও বিধি-নিষেধ বাধা আরোপ করতে পারে রাশিয়া। এটি এখনো শেষ হয়নি।
এদিকে জার্মানিতে প্রায় ৪০ শতাংশ গ্যাস সরবরাহ কমিয়ে দিলেও জার্মানি গ্যাসের কোনো শঙ্কটে পড়বে না।
কিন্তু তারা আসন্ন শীতকালের জন্য তাদের গ্যাস ট্যাংকারে যে গ্যাস মজুদ করার পরিকল্পনা করছিল সেটি সম্ভব হবে না।
সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান