মো নাজমুল হুদা মানিক ॥
১৯৫২ সালে ময়মনসিংহের মুসলিম গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী রাষ্ট্রভাষা বাংলার দাবীতে স্কুলে লেখাপড়া অবস্থায় কালো পতাকা উত্তোলন করার দ্বায়ে স্কুল থেকে বহিস্কৃত হয়ে ছিলেন। স্কুলে বহিস্কৃৃত প্রয়াত ছালেহা বেগম এর ভাষা সৈনিক স্বীকৃতির দাবীতে ছালেহা বেগম ভাষা সৈনিক স্বীকৃতি আদায় পর্ষদ এর উদ্যোগে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কার্যালয়ে ১৭ জুন বিকাল সাড়ে তিনটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছালেহা বেগম ভাষা সৈনিক স্বীকৃতি আদায় পর্ষদের আহবায়ক ও ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্বা ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব কবি স্বাধীন চৌধুরীর পরিচালনায় জেলা নাগরিক আন্দোলন এর সহ সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, সহ সাধারন সম্পাদক এডভোকেট শিব্বীর আহমেদ লিটন, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, প্রয়াত ছালেহা বেগম পুত্র লেখক ও গবেষক সৈয়দ শাকিল আহাদ, এডভোকেট সৈয়দা ফরিদা আক্তার, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, নাগরিক আন্দোলনের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের মুন্না, শিক্ষক নেতা সুলতান আহমদ, সাংস্কৃতিক সংগঠক আবুল মনসুর আহমেদ, অধ্যক্ষ নুরজাহান বেগম, সিনিয়র শিক্ষক অহনা নাসরিন, নারী নেত্রী নাদিরা সুলতানা হ্যাপী, ব্যাংক কর্মকর্তা মোস্তফা মো: খাইরুল সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।