এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র পরিষদ (রুকুশা) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কেশব চন্দ্র বিশ্বাসকে সভাপতি ও চারুকলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কুমোদ চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো.মোক্তার হোসেন,মোঃ শরিফুল ইসলাম,মোঃ রকিবুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক হলেন মুশফিকুর রহিম,দীপু চন্দ্র রায়,আ:আজিজ,সাংগঠনিক সম্পাদক হলেন জোবায়ের আহম্মেদ ও মমিন ইসলাম, অর্থ সম্পাদক প্রদীপ কুমার রায়,দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার রায়,উপ-দপ্তর সম্পাদক মো.শাহানুর ইসলাম,ক্রীড়া সম্পাদক মো.মমেন ইসলাম,উপ-ক্রীড়া সম্পাদক জীবন চন্দ্র রায় (দর্শন),প্রচার সম্পাদক জুয়েল রহমান,নারী বিষয়ক সম্পাদক মোছা:মোছলেমা খাতুন ও মোছা:মনিরা খাতুন,শিক্ষা বিষয়ক সম্পাদক উৎপল চন্দ্র রায়,ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মো.বেলাল হোসেন,উপ-ছাত্র কল্যাণ সম্পাদক আহসানুল হক,ত্রাণ ও দূর্যোগ সম্পাদক জীবন চন্দ্র রায়,আইন বিষয়ক সম্পাদক দ্বীপ চন্দ্র রায়,সাহিত্য বিষয়ক সম্পাদক মো:আরিফুল ইসলাম।
উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম তৌহিদ,কাওছার হাবিব,মোঃ মাহাবুর রহমান (মাহাবুব),মোঃ সাদিক হোসেন সাজু।
১১ মে (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিদায়ী কমিটির সভাপতি মোঃ মাহাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাদিক হোসেন সাজুর সঞ্চালনায় সভায় কমিটি গঠন,নবীন বরণ ও বিদায়ীদের সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য ১৯৯২ সালে রুকশা প্রতিষ্ঠার পর থেকেই রাবিতে অধ্যয়নরত খানসামা উপজেলার সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরী, রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং পুরো জেলায় বিভিন্ন শিক্ষামূলক,সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে আসছে।