শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা জেলা রূপসা উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি, সাবেক তারকা ফুটবলার, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী তার নির্বাচনী এলাকায় আগামী ৮ই মে শনিবার সফর করবেন। এ সময় তিনি তেরখাদা-রূপসা ও দিঘলিয়া উপজেলা আ’লীগ ও স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এমপি সালাম মূর্শেদী ৮ই মে শনিবার সকাল ৯ টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রূপসা উপজেলার কাজদিয়া ফুটবল মাঠে অবতরণ করবেন।

সকাল ৯.৩০ টায় রূপসা উপজেলার কাজদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। সকাল ১০ টায় রূপসা উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করবেন। ১০.১০ রূপসা উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে চুই গাছের চারা বিতরণ করবেন।১০.৩০ টায় রূপসা উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করবেন। সকাল ১১ টায় রূপসা ফকিরহাট-বাগেরহাট মহাসড়কের প ম কিলোমিটারে দেবিপুর নামক স্থানে আরসিসি বক্স লালকার্ডের উদ্বোধন করবেন।

১১.২০ টায় নৈহাটী হাইস্কুল-নেহালপুর আরসিসি সড়কের কাজের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ১১.৩০ টায় নৈহাটি কেন্দ্রীয় ঈদগাহের উদ্বোধন করবেন। ১২ টায় খুলনা-মোংলা হাইওয়ে- ইলাইপুর হাট- কুটির হাট- জিসি সড়কের উদ্বোধন করবেন।১২.৩০ টায় রূপসা কলেজ-জয়পুর আইয়ুব মাস্টারের বাড়ি ভায়া রেল লাইন আরসিসি সড়কের কাজের উদ্বোধন করবেন।

দুপুর ২ টায় তেরখাদা-রূপসা ও দিঘলিয়া উপজেলা আ’লীগ ও বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়। বিকাল ৩ টায় তেরখাদা-রূপসা ও দিঘলিয়া উপজেলার অসহায় নারীদের সাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার এবং রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের অন্ধ ব্যক্তি মোঃ আমির হোসেনকে মুজিব শতবর্ষের বাড়ীর চাবি হস্তান্তর করবেন।

বিকাল ৩ টায় খুলনাস্থ নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। বিকাল ৫.৩০ টায় শহীদ আবু নাসের হাসপাতাল হতে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এমপির ব্যক্তিগত সহকারী ন্ওশীন আঞ্জুম রাইসা এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *