মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : বিগ ধামাকা, বিগ অর্র্যাঞ্জমেন্ট ও বিগ বাজেট নিয়ে অনলাইন প্লাটফ্রম রোজমেরি মিউজিক ইউটিউব চ্যানেলে সদ্য অবমুক্ত হয়েছে “সৈকত রেজা” র পরিচালনায় এবং শেখ সাকিব ও সিনথিয়া ইয়াসমিন অভিনীত মিউজিক্যাল ফিল্ম “মন কান্দে” I
এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমির গাওয়া মিউজিক্যাল ফিল্ম “মন কান্দে” গানটি জান্নাতারা ফেরদৌস মিলার কথায় সুর করেছেন কণ্ঠশিল্পী সৈয়দ অমি নিজেই ও সংগীতায়োজন আছেন রিয়েল আশিক I কণ্ঠশিল্পী সৈয়দ অমি বলেন , আশা করি এই মিউজিক্যাল ফিল্মটি আপনাদের সকলের ভালো লাগবে, ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন।আর আপনাদের ভালো লাগলে আমাদের কাজের আগ্রহ আরো বাড়বে।