গত ২১ আগস্ট দৈনিক কালের কন্ঠ অনলাইন সংস্করণে ’রৌমারীতে গরু নিলাম নিয়ে বিরোধ ছাত্রলীগ নেতাকর্মিদের লক্ষ করে আওয়ামী লীগ নেতার গুলি’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয় তা আমার দৃষ্টি গোচর হয়েছে। আমাকে জড়িয়ে যে সংবাদটি লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার লক্ষ্যে একটি মহলের প্ররোচনায় ওই মিথ্যা, বানোয়াট রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। ওই ঘটনায় গরু নিলামের কোনো সম্পৃক্ততা ছিল না। জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটানাও ঘটেনি। ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে ও নিজেদের দোষ আড়াল করতে তুষার বাহিনী ভাঙচুরের নাটক সাজায়। আর কালেরকণ্ঠের এ প্রতিবেদক কোনো প্রকার তথ্য প্রমাণ ও যাচাই-বাছাই ছাড়া নিজস্ব, মনগড়া, মিথ্যা,কাল্পনিক সংবাদ প্রকাশ করে। যা একজন সাংবাদিকের নীতিনৈতিকতার মধ্যে পড়ে না। আমি প্রকাশিত এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ব্যাখ্যা- রৌমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান ফারসি তুষারের বিরুদ্ধে চাঁদাবাজী, অন্যায়ভাবে কন্ট্রাকে অন্যের জমি ও পুকুর দখল, নিজস্ব অফিসের নামে টর্চারশেল বানানো, মাদক ব্যবসা ও মাদক সেবনসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এ নিয়ে ভুক্তভোগিরা বিভিন্ন সময়ে উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে অভিযোগ করেন। তার অপকর্মে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
রৌমারী উপজেলার পাখীউড়া গ্রামের অবসর প্রাপ্ত সৈনিক আমার ছোট ভগ্নিপতি রোকন মিয়া বিজিবি ক্যাম্পের পাশে একটি বাড়ি নির্মাণ করছেন। গত ২০আগস্ট সকালে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সালমান ফারসি তুষার তার বাহিনী নিয়ে নির্মাণাধীন ওই বাড়িতে যায় এবং ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। পরে রোকন বিষয়টি স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অবগত করেন এবং আমাকেও বিষয়টি জানায়। ওই দিন সন্ধা ৭টার দিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে তুষারবাহিনী আমার সামনেই রোকনের কাছে চাঁদার টাকা দাবী করলে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করলে আমি বিষয়টি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের অবগত করি।
অভিযোগের বিষয়টি ছাত্রলীগ সাধারণ সম্পাদক সালমান ফারসি তুষারকে জিজ্ঞাসা করার সময় অতর্কিতভাবে আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি জাকির হোসেনকে হত্যার উদ্দ্যেশে তুষার বাহিনীর সদস্যরা রাম দা দিয়ে কোপ দেয়। ওই ঘটনায় এমপি জাকির হোসেন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও তাকে রক্ষা করতে গিয়ে আহসান হাবিব মন্ডল নামের ছাত্রলীগের একজন স্বক্রিয় সদস্য মারাত্বক জখম হন। পরে তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই ঘটনায় কোনো প্রকার গুলি বর্ষণের ঘটনা ঘটেনি এবং জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনা ঘটেনি।নিজেদের দোষ আড়াল করতে ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে তুষারবাহিনী একটি নাটক সাজায়। এ বিষয়ে রৌমারী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাজু আহমেদ খোকা বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

আফজাল হোসেন বিপ্লব
যুগ্ন সাধারণ সম্পাদক
রৌমারী ইউনিয়ন আ’লীগ।
রৌমারী, কুড়িগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন