রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুল আলম জুয়েল (৩০) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষুদ্ধ হয়ে উঠছে এলাকবাসি। গত কাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার খঞ্জনমারা এলাকার বিক্ষুদ্ধ জনতা মিছিল নিয়ে রৌমারীতে উপস্থিত হয়। এসময় উপজেলা আ’লীগের নেতাকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দিয়ে থানামোড় থেকে উপজেলা গেট পর্যন্ত বিশাল এক মাবনবন্ধন গড়ে তোলে। এর আগে রবিবারও মুক্তিযোদ্ধারা ওই একই দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে। বিক্ষুদ্ধদের দাবি একটাই জুয়েল হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা।
মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি জাকির হোসেন, স্থানীয় আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, প্রভাষক ফেরদৌস রহমান, আব্দুল হাই, শিক্ষক আবু হোরায়রা, আজিজুর রহমান ও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বক্তরা ৭দিনের মধ্যে খুনীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করে।
উল্লেখ্য, গত ২১ মার্চ দিবাগত রাতে বন্দবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম জুয়েলকে খঞ্জনমারা ¯ুøইচগেট নামক এলাকায় সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে। নিহত জুয়েল খঞ্জনমারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের পুত্র। এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ওই হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।