রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোবহান (৬৫) নিহত ও মামুন (২৬) গুরুতর আহত হয়েছেন। এছাড়া সোবহানের ছেলে আলহাজ্বের (৪০) পায়ের নোক ভেঙ্গে যায়। মৃত সোবানের বাড়ি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গুটলী গ্রামে অপরদিকে আহত মামুন একই ইউনিয়নের হরিনধরা গ্রামের মোবারক হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা আটটার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজার সংলগ্ন বাতার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

অটো চালক ভোলা মিয়া ( ৩০) ও বাইক আরোহী মোঃ নুরুল আমিন (২৮) সাথে কথা বলে জানাজায়-
সন্ধ্যার দিকে সোবহান তার পরিবারের তিন চার সদস্য নিয়ে ঢাকা যাওয়ার জন্য রৌমারীর উদ্দেশ্যে যাত্রা করেন পথে বড়াইকান্দি বাজার সংলগ্ন বাতার গ্রামে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে ইজিবাইকের সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই সোবহানের মৃত্যু হয়। অপরদিকে বাইক চালক মামুনের পা ভেঙ্গে গিয়ে গুরুতর আহত হন। মামুনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে নেওয়া হয় এবং বাকিরা সামান্য আহত হওয়ায় ট্রিটমেন্ট নিয়ে বাড়িতে চলে যান।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার জানান-ইজিবাইক এবং মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত ও ১জন গুরুতর আহত হয়েছেন বাকিরা ট্রিটমেন্ট নিয়ে চলে গেছেন। গাড়ি দুটোকে আমরা জব্দ করে থানায় আটক করে রেখেছি এখন পর্যন্ত কোন মামলা হয়নি তবে ভিকটিমের পরিবার যদি অভিযোগ করেন আমরা ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন