রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
পুর্ব বিরোধের জের ধরে একটি অসহায় পরিবারকে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপর করতে হচ্ছে। ২০ দিন ধরে ওই পরিবারটি সন্ত্রাসীদের হামলার ভয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। রৌমারী থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা নিচ্ছে না পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার নওদাপাড়া গ্রামে।
অভিযোগ সুত্রে জানা যায়, নওদাপাড়া গ্রামের বক্তজ্জামানের সঙ্গে একই গ্রামের মধু শেখ, জাকির হোসেন, গাজীবর ওরফে কাল্টু’র মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ২০ দিন আগে বক্তজ্জামান তার বাসতঘরটি মেরামতের জন্য ভেঙে ফেললে ওই লোকজন নতুন করে ঘর উঠাতে বাধা দেয়। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ হলেও সন্ত্রাসীরা কাউকেই তোয়াক্কা করছে না। ঘর উঠাতে গেলেই দেশিও অস্ত্রে শস্ত্রে ওই নিরীহ পরিবরটির ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বক্তজ্জামান পরিবার।
বক্তজ্জামান জানান, আমার কিশোরী মেয়ে ও একটি ৫ বছরের শিশুপুত্র নিয়ে মারাত্মক নিরাপত্তহীনতায় রয়েছি। তারা প্রতিদিন আমার বাড়িতে রাম দা, লাঠি, ফলা নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগালসহ আমাদের মারতে আসে। হুমকি দিয়ে যায় যাতে আমরা আর এখানে ঘর না উঠাই। তিনি আরও জানান, ২০০২ সালে সোনাভানু বেওয়ার নিকট আমি ওই ৬ শতাংশ জমি ক্রয় করি। ক্রয়কৃত জমিটিতে তখন গভীর গর্ত ছিল। আমি দীর্ঘদিন ধরে আস্তে আস্তে গর্ত ভরাট করি। এখন সুবিধা মত ঘর উঠাতে গেলে তারা বাধা দিচ্ছে।
এলাকার সাবেক মেম্বার আব্দুর রউফ, মজাহার আলী, ফারুক শেখসহ অনেকে জানান, অনৈতিকভাবে তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। অসহায় পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। বিবাদিরা অনেকটা সন্ত্রাসী টাইপের। তাদের জন্য এলাকার মানুষ ভয়ে থাকে।
রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বিষয়টি নিয়ে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজন পুলিশ অফিসারকে দেয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *