রৌমারী (কুড়িগ্রাম প্রতিনিধি
দীর্ঘ ৩ বছর পর ভারত বাংলাদেশ বডার্র হাট আগামী ডিসেম্বরের ১ম সপ্তাহে ২০২২ বাংলাদেশ কুড়িগ্রাম রৌমারী ও ভারত মেঘালয় জেলা বর্ডার হাট পুনরায় চালু করার সিদ্ধন্তে যৌথ বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর দুপুর ১২টায় যৌথ সভায় এই বর্ডার হাটটি পুনরায় চালু করার সিদ্ধান্তে বর্ডার হাট প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বলা হয়, করোনার মহামারির কারনে দীর্ঘ ৩ বছর বন্ধ ছিল। এতে বর্ডার হাটের শতশত ব্যবসায়ীক শ্রমীক খুব কষ্টে দিনাতী পাত করে চলেছে। দীর্ঘদিন ধরে উভয় দেশের সাথে আলোচনা পর্যালোচনার পর আজ বর্ডার হাটটি চালু করার জন্য উভয় দেশের উদ্ধোর্তন কর্মকর্তা মিলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করছি আগামী ডিসেম্বর মাসের ১ম সপ্তাহের দিকে খুলে দিয়ে ব্যবসা চালু করা হবে।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশের পক্ষে জেলা প্রশাসক রেজাউল করিম কুড়িগ্রাম,অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট জনাব খন্দকার মুদাচ্ছির বিন আলী, জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবি এর সহকারী পরিচালক শামছুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারঃ মাহমুদা আক্তার স্মৃতি রৌমারী, উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই সরকার রাজিবপুর, রাজিবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাহেরুল ইসলাম। ভারতের পক্ষে, শ্রী জি,খারমাওফ্লাং আইএএস ডিপুটি কমিশনার এবং জেলা মেজিষ্ট্রেট, পুর্ব পশ্চিম গারোহিল আমপাতি, অতুল কুমার বর্মণ বিএসএফ কালাইয়েরচর বিএসএফ ক্যাম্প,সন্দ্বীপ, বিএসএফ বলদামগিরি বিএসএফ ক্যাম্প এর নেতৃত্বে ২০ সদস্যের একটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *