এ কে এম হাসানুজ্জামান – এশিয়ান বাংলা নিউজ
পুলিশই জনতা, জনতাই পুলিশ, বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে সাইবার অপরাধ দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও জুয়া প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষাসহ বিবিধ বিষয়ে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) বেলা ১১ টায় রৌমারী ও রাজিবপুর উপজেলার মধ্যবর্তী শিবের ডাংগি বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দুই উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ সকল পেশার মানুষজন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
বক্তব্য রাখেন – উপজেলা নির্বাহী অফিসার রৌমারী ও রাজিবপুর (ভারপ্রাপ্ত) জনাব এবিএম সারোয়ার রাব্বি । উপজেলা চেয়ারম্যান রৌমারী জনাব ইমান আলী । রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো , রৌমারী উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার । বিট পুলিশিং কমিটির সভাপতি জনাব সামিউল ইসলাম জীবন। জনাব আব্দুল রশিদ সরকার উপজেলা ভূমিহীন সভাপতি রাজীবপুর।
এছাড়াও অনুষ্ঠানে রৌমারী রাজিবপুরের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।