শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ।

সারাদেশের ন্যায় গাইবান্ধায় শুরু হয়েছে ১ সপ্তাহের লকডাউন। 
সকাল থেকেই বন্ধ রয়েছে স্থানীয় ও দুরপাল্লার সকল প্রকার গণপরিবহন। 
বন্ধ রাখা হয়েছে ঔষধ, কাচামাল ও খাদ্যের দোকান ব্যতিত সকল দোকান-পাট।
সোমবার সকাল থেকে লকডাউন কার্যকরে মাঠে রয়েছে জেলা পুলিশ। 
জেলার ৭টি উপজেলা ও জেলা শহরের পোস্ট অফিস, দাস বেকারি, মোর, কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। 
সরকারের ১৮ দফা নির্দেশনা কার্যকরে সর্বস্তরের মানুষকে সচেতন করতে সকালে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। 
পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল  ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান,  টিআই এডমিন নুর আলম সিদ্দিক শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।  
লকডাউনে অযথা শহরে ঘোরাঘুরি না করতে নিষেধ করেন। জরুরী প্রয়োজনে বাড়ির বাহিরে  বের হওয়া মানুষকে স্বাস্থ্য বিধি মানতে নানা পরামর্শ দেন ও মাক্স বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *