কলমে- মোল্লা হারুন উর রশীদ
একটি গোলাপ পাবার আশায়
শীতের রাতে
অন্ধকারে পা চলছিল
ঘাষ ফুলের ছোঁয়ায়।
গায়ে চাদর মোড়ানো প্রায়।
মুখে খোঁচা খোঁচা দাড়ি
হাতে মশালের ছড়ি।
তবুও চলছি মোরা ভুরি ভুরি!
গোলাপ কখনো জুটবে না তোদের
পাবে কাঁটার ঝুড়ি!
গগনে উড়ে ঘুড়ি
লাটাই হাতে থাকে
কাঁচের সুতোয়
মোড়ানো ছড়ি।
তবুও ভাগ্যাকাশে
জুটবেনা গোলাপের ঝুড়ি!
আমি বিদ্রোহী নই
আমি এক তেজশ্রী।
এসো সকলে মোরা
সরল পথে হেঁটে
বিদ্রোহী না হয়ে
সাম্যের লাটাই ধরি!