উচহ্লা মারমা (বান্দরবান) প্রতিনিধিঃ
পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক লামা উপজেলা ধুইল্যাপাড়া মসজিদের কুরআন শরীফ, হাদিস শরীফ ও ইসলামি সাহিত্য রাখার জন্য আজ শুক্রবার (১৭ জুলাই) সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি,সোনাকানিয়া মনজিল দরগাচর মসজিদ কমপ্লেক্স এর সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী এস,এম জাকারিয়া ধুইল্যাপাড়া মসজিদ নির্মাণ কমিটির সদস্যদের নিকট স্যুকেজটি বুঝিয়ে দেন।
দাতা এস,এম জাকারিয়া এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি একটি নিউজের মাধ্যমে জানতে পারি যে, লামার দুর্গম পাহাড়ি দরিদ্র এলাকায় নির্মাণাধীন মসজিদের জন্য কিছু সামগ্রী প্রয়োজন তৎমধ্যে কুরআান, হাদিস,ইসলামি সাহিত্য রাখার জন্য স্যুকেজটি আমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম মসজিদ প্রতিষ্টতা মোহাম্মদ জসিম উদ্দিনের নিকট প্রতিশ্রুতি অনুসারে স্যুকেজটি আজ তাদের হাতে পৌঁছে দিয়েছি।
তিনি বিত্তবান দানশীল ব্যক্তিবর্গদের দুর্গম এলাকার মসজিদটিতে সহযোগিতায় এগিয়ে আহবান জানান।
মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ সোহেল আরমান জানান, এস,এম জাকারিয়া স্যার সহ যারা এই মসজিদে সহযোগিতা করেছেন সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করি এবং তাদেরকে মসজিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, মসজিদে এখনো যে সব কাজ বাকি আছে তা শেষে করতে দেশ বিদেশে অবস্থানরত সকল ভাই বোনদের কাছে আবারো সাহায্যের আবেদন দন করছি।