নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে নিজ জমিতে বাড়ীর কাজ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন ভুক্তভোগী মোছাঃ তানিয়া বেগম নামে এক নারী। ভুক্তভোগী ঐ নারী নাওদাঁড়া গ্রামের হিল্লালুর রহমান হেলাল এর স্ত্রী।

শুক্রবার (১০জুন) সকালে উপজেলার কদিমচিলান ইউপির নাওদাঁড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, নাওদাঁড়া-১৭৭ নং মৌজায় আরএস ২৫১নং খতিয়ানভুক্ত ২৮৪ দাগে পৈত্রিক সূত্রে ২০ শতাংশের মধ্যে ২.৮৬ শতাংশের বৈধ মালিক হিল্লালুর, যা তার শিশু পুত্র আব্দুল আল সাকিন (৭) এর নামে রেজিষ্ট্রিকৃত। জমির মালিক নাবালক হওয়ায় অভিভাবক হিসেবে তার মা মোছাঃ তানিয়া বেগম জমির ভোগদখল ও রক্ষনাবেক্ষন করছে। ঐ জমিতে তারা ২.৩৩ শতাংশের উপর বাড়ী নির্মানের কাজ শুরু করে এবং তা শেষের পথে। কিন্তু হিল্লালুর এর ভাই মো: শুকুর আলী ইচ্ছাকৃত ভাবে বাড়ীর কাজে বাধা দেয় এবং হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। পরে হিল্লালুর এর স্ত্রী তানিয়া বেগম বাদী হয়ে গত বছরের ১৩ ডিসেম্বর অভিযুক্ত শুকুর আলী, তার দুই ছেলে মো: মিন্টু, মো: আল আমীন হোসেন ও স্ত্রী মোছা ভানু বেগমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন, মামলা নং-৩১৬/২১। আদালত একই তারিখে উল্লেখিত জমির উপর স্থিতিবস্থা জারি করেন। গত ১৫মার্চ তানিয়া বেগমের আবেদনের প্রেক্ষিতে আদালত উক্ত জমিতে সার্বিক কাজের অনুমতি দেন এবং বিবাদীদের উপর নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের আদেশে পুলিশ নোটিশ ঝোলানোর সময় পুলিশের সামনেই শুকুর আলীসহ কয়েকজন তানিয়া’র পরিবারের উপর আক্রমন করে। এঘটনায় পুলিশ ১০৭ ধারায় মুচলেকার জন্য প্রতিবেদন দাখিল করলে, বিবাদীগন গত ৫জুন আদালতে মুচলেকা দিয়ে এসে পূনরায় তানিয়া ও হিল্লালুরের উপর চড়াও হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় গণমাধ্যম কর্মীরা ঘটনার ছবি ও ভিডিও ধারন করতে গেলে ভিডিও ধারনে বাধা দেয় তারা।

ভুক্তোভোগীতানিয়া বেগম বলেন- নিজের জমিতে বাড়ীর কাজ শেষ করতে পারছিনা, কোর্ট আমাদের অনুমতি দিয়েছে। তারপরেও আমরা হুমকির মধ্যে আছি। আমাদের জীবনের নিরাপত্তা কে দিবে?

এ বিষয়ে অভিযুক্ত শুকুর আলী বলেন, তানিয়া ডিক্রি পেলে আমাদের কোন বিষয়ে কোন সমস্যা নেই। কিন্তু বাড়ী নির্মানের শেষ সময় বাধা দিলেন কেন? জানতে চাইলে, তারা কোন সদুত্তর দিতে পারেন নি।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ীর এসআই মেহেদী হাসান জানান, গত ১৫ মার্চ আদালতের নিদের্শে আমি সেখানে গেলে, শুকুর আলীসহ কয়েকজন আমার সামনে তানিয়াদের উপর আক্রমন করে, আদালত তাদের মুচলেকা নিয়েছে। এরর্পও আদালত অমান্য করলে বিজ্ঞ আদালতের নির্দেশ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *