ওয়ালিউর রহমমান রাজু, লালমনিরহাট :
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। আজ মঙ্গলবার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার রইসবাগ রেল গেটের পূর্ব প্রান্তে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধি এক ব্যক্তি ঘোরাফেরা করছিলেন।
এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে লুঙ্গি ও গায়ে সোয়েটার পড়া রয়েছিল। এব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা কেউ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।