লালমনিরহাট প্রতিনিধি :
জেলা শহরের জেল রোডে একটি একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সেখানে ১০০ টাকা নোটের মোট ৬৬টি বান্ডিল ছিল। স্থানীয় এক ব্যক্তি মাছ ধরার সময় টাকাগুলো দেখে পুলিশকে জানান। বুধবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে সদর থানা পুলিশ টাকাগুলো উদ্ধার করে বলে জানিয়েছে।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম সাংবাদিকদের বলেন, “উদ্ধার হওয়া টাকার বান্ডিলের ওপর ‘লাকি কুপন’, ‘সাথী কুপন’, ‘ভাগ্য বদল’ ইত্যাদি লেখা চিরকুট আছে।’’

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার করা টাকাগুলো জাল। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।পুলিশ সূত্র জানায়, ওই খালে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরার সময় টাকার বান্ডিলগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *