লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট পৌরসভার উত্তর খুটামারা জামে মসজিদের কমিটি ঘোষণা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪জন মুসল্লীর নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এলাকাবাসী ও অভিযোগের সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জানুয়ারি) উত্তর খুটামারা জামে মসজিদে মুসল্লীরা জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে অনুমোদন সাপেক্ষে কমিটি ঘোষণা দেয়ার সময় মসজিদের ভিতর কথা কাটাকাটি শুরু হয়। পরে মসজিদের বাইরে ওই কথা কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়।
এসময় খোঁচাবাড়ী (সাকোয়ার পাড়) এলাকার উশৃঙ্খল যুবক ইমামুল ইসলাম জয় (৩০) ও মৃতঃ আজগার আলীর ছেলে রফিকুল ইসলাম (৫৫), মৃতঃ সৈয়দ আলীর ছেলে রেজাউল (৪৫) ও রিপন মিয়াসহ (৩৫) আরো কয়েকজন মিলে মারমুখী আচারণ শুরু করে। এসময় তারা একই এলাকার মসজিদ মুসল্লী নূর আলমকে এলোপাতারী কিলঘুশি ও চর-থাপ্পর মেরে গুরুত্বর আহত করে এবং ওই কমিটি মানে না বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল হক বলেন, অভিযোগ বিষয়ে খোঁজ খবর নিয়ে এলাকার শান্তি ফিরে আনতে কাজ করা হচ্ছে।
![](https://asianbanglanews.com/wp-content/uploads/2023/01/received_512556030864844.jpeg)