লালমনিরহাট প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটে ৩টি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নৌকার ৩ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৩টি আসনে গড়ে ৩২.৫ শতাংশ ভোট পড়েছে।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ৮৯ হাজার ৯শত ৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান পেয়েছেন ৭৪ হাজার ৩২ ভোট। ওই আসনে আমজাদ হোসেন তাজু (ট্রাক), আজম আজাহার হোসেন (মোমবাতি) ও হাবিব মোহাম্মদ ফারুক (মশাল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ ও আদিতমারী) আসনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ৯৭ হাজার ২৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল হক পেয়েছেন ৫০ হাজার ৫০০ ভোট। ওই আসনে মো. দেলাব্বর হোসেন (ডাব), মো. দেলোয়ার হোসেন (লাঙ্গল) ও মো. মমতাজ আলী (ট্রাক) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

লালমনিরহাট-৩ আসনে মতিয়ার রহমান নৌকা প্রতীকে ৭৬ হাজার ৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের মো. জাবেদ হোসেন পেয়েছেন ১২ হাজার ৮০৮ ভোট। এ আসনে মো. আশরাফুল আলম (চাকা), শামীম আহাম্মেদ চৌধুরী (সোনালী আঁশ), মো. জাহিদ হাসান (লাঙ্গল), ও আবু তৈয়ব মো. আজমুল হক পাটোয়ারী (মশাল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

লালমনিরহাটের তিনটি আসনে মোট ভোটার ১০ লাখ ৬৩ হাজার ৭২৩ জন। যার মধ্যে পুরুষ ৫ লাখ ৩৩ হাজার ৫৮১ ও নারী ভোটার ৫ লাখ ৩০ হাজার ১৪০ জন। তিনটি আসনে গড়ে ৩২.৫ শতাংশ ভোট পড়েছে বলে নিশ্চিত করেছেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *