এস.বি-সুজন,লালমনিরহাট প্রতিনিধি :
দশ পেরিয়ে এগারোয় পদার্পন,সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ স্লোগানে লালমনিরহাটে কেককাটা ও আলোচনা সভার আয়োজনে মধ্য দিয়ে এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারী) সকালে লালমনিরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল কেককাটা ও আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উলাহ্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর থানার অফিসার ইনর্চাজ এরশাদুল আলম।
এশিয়ান টিভির প্রতিনিধি লিয়ন দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ উলাহ্য, পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,পৌর মেয়র রেজাউল করিম স্বপন।
এতে আরো বক্তব্য রাখেন চ্যানেল 24 জেলা প্রতিনিধি মিলন পাটোয়ারী, বৈশাখি টিভির প্রতিনিধি লিটন, মাইটিভির প্রতিনিধি মাহাফুজ সাজু সহ অন্যান্য সাংবাদিকবৃন্দরা। পরিশেষে বক্তারা এশিয়ান টিবি’র সমৃদ্ধি কামনা করেন।