এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলায় দুর্ঘটনা, অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, জিআর চাল, নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এসব সহায়তা বিতরণ উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডঃ মতিয়ার রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান, মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্থদের মধ্যে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের এরশাদ আালী, জামালউদ্দিন, ফারুক, মহেন্দ্রনগর ইউনিয়নের অনন্ত রায়, ফুলজান বেওয়া, হারাটি ইউনিয়ন এছারন বেওয়া,পঞ্চগ্রাম ইউনিয়নের হাফিজুর, সুনীল চন্দ্র, কমল চন্দ্র, বিপুল চন্দ্র, জয়ন্ত বর্মন পেয়েছেন ২বান্ডিল ঢেউটিন এবং ৩০ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়। এছাড়া
বড়বাড়ি ইউনিয়নের নুর ইসলাম, কুলাঘাট ইউনিয়ন মর্জিনা বেগম, খুনিয়াগাছ ইউনিয়নের আলমগীর, সোলেমান, জাহাঙ্গীর, আবুল কালাম, আবুজার, কাবিউল পেয়েছেন নগদ ৬হাজার করে টাকা এবং ২বান্ডিল করে ঢেউ টিন এবং পঞ্চগ্রাম ইউনিয়নের আজিজার রহমানকে ১০ হাজার টাকা এবং ২বান্ডিল ঢেউটন দেওয়া হয়।