লালমনিরহাট প্রতিনিধি:
“খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানে নানা আয়োজনে লালমনিরহাটে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট’২৩-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিকালে শহরের সুনামধন্য ক্লাব ‘সবুজ সংঘ’ এর আয়োজনে লালমনিরহাট হাইস্কুল ফুটবল খেলার মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলা শুরুর আগে দর্শকদের জন্য গ্রামবাংলার ঐতিহ্য লাঠি খেলা, সাপ খেলা, বানরের নাচ, বাইসাইকেলে খেলা এবং ডিসপ্লে ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পরে খেলার উদ্বোধন করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। সবুজ সংঘের সভাপতি শফিকুল ইসলাম-এঁর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান পাটোয়ারী বাবু-এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, অ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, সবুজ সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফিজ ফেরদৌস স্বপন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লুলু, সবুজ সংঘের সাবেক সভাপতি হারুন অর রশিদ বকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর ও লালমনিরহাট পৌরসভার কাউন্সিলরবৃন্দ। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়রের সহধর্মিণী ও সমাজকর্মী জাকিয়া সুলতানা রিমুসহ সবুজ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় শহীদ সোহেল স্মৃতি সংসদ ও আকাশ ক্লিনিক একাদ্বশ অংশগ্রহণ করেন।