লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত জেরে যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আহত হয়েছেন আরো ৪জন।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্ব দুহুলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব দুহুলী এলাকার মৃত নজর আলীর পুত্র আব্দুল করিম (৫০), একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৪০) এর মাঝে দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রিয়াজুদ্দিনের ছোট ভাই তাইজুদ্দিন (৩৫) দুহুলী বাজারে টিসিবির পণ্য তুলতে গেলে করিম মিয়া ও তার পুত্র আলামিনসহ কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায় এবং গাছের ডাল দিয়ে তাইজুদ্দিনকে বেধমার পেটায়। এতে ঘটনাস্থলে তাইজুদ্দিন জ্ঞান হারায় এবং আবু জাফর, আইয়ুব আলী, কামরুল ইসলামকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা সকলকে উদ্ধার করে আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুদ্দিন মারা যায়, বাকি ৩ জনের অবস্থাও আশংকাজনক। এ ব্যাপারে নিহতের ভাই রিয়াজ উদ্দিন কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানা ওসি ইমতিয়াজ কবির জানান, জমি সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের সংঘর্ষে তাইজুদ্দিন নামে এক যুবক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজে মারা যায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে দুটি মোবাইল টিম অভিযান পরিচালনা করছে, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *