লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় আব্দুল কাইয়ুম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম উপজেলার উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।স্থানীয়রা জানান, বুড়িমারীগামী আন্তনগর করতোয়া ট্রেনটি ওই গোপালরায় এলাকা অতিক্রম করছিলো, ওই সময় রেললাইনে দাঁড়িয়ে থাকা গরুকে বাঁচাতে গিয়ে কাইয়ুম ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।লালমনিরহাট রেলওয়ে থানার এসআই আব্দুল্লা মোহাম্মদ আল মোমেন জানান, লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গোপালরায় নামক স্থান অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। লালমনিরহাট রেলওয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।