এস, কো সাহেদ,লালমনিরহাট প্রতিনিধিঃ
জেলার কালীগঞ্জে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্ক্রাবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) কালীগঞ্জ করিম উদ্দিন অডিটরিয়ামে ভার্সুয়ালি প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বাংলাদেশ স্ক্র্যাবল অ্যাসোসিয়েশন দ্বিতীয়বারের মত এ আয়োজন করে।
বুদ্ধিভিত্তিক ইংরাজি শব্দতৈরির এ খেলায় এবার নেপালের ১১টিসহ দেশের ২৫টি মাধ্যমিক স্কুলের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়।
স্ক্র্যাবল একটি খেলার চেয়েও বেশি কিছু। এটিতে শব্দতালিকা উন্নত করার পাশাপাশি দক্ষতা, কৌশল এবং সঠিক শব্দ চয়ন করার প্রয়োজন। তাতে শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান বাড়ে। ফলে এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে লেখাপড়ার পাশাপাশি মানষিক বিকাশে সাহায্য করছে।
বাংলাদেশ স্ক্র্যাবল অ্যাসোসিয়েশনের সভাপতি খুরশীদুজ্জামান আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক দিনব্যাপী উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের বিকেলে পুরস্কার তুলে দেয়া হয়।
আন্তর্জাতিক খেলা স্ক্র্যাবল দেশে প্রথমাবের মতো শুরু করে কালীগঞ্জের করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়েই ২০১৯ সালে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক স্ক্র্যাবল চ্যাম্পিয়নশীপ।