লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সুন্দরগঞ্জের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান উপদেষ্টা ও লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির এর সভাপতিত্বে রবিবার (৭ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বিদ্যালয় চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন এর উপস্থিতিতে কেক কাটা হয়৷ এ সময় সংগঠনটির তথ্য- যোগাযোগ বিষয়ক সম্পাদক ও শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাশেদসহ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আলোকিত সুন্দরগঞ্জ এর প্রতিষ্ঠাতা ওসমান গনি ভার্চুয়ালি বলেন, কিভাবে মানুষের জন্য কাজ করব, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, স্কুলগামী নয় এমন শিশুদের স্কুলগামী করবো তার স্বপ্ন দেখি। খবরের কাগজ খুললেই চোখে পরে অনেক স্থানে বাল্যবিবাহ হচ্ছে। অনেক শিশু ও তরুণী ধর্ষণের শিকার হচ্ছে। এসব বন্ধের জন্য মানুষকে সচেতন করার স্বপ্ন দেখি। আমার বিশ্বাস সমাজের তরুণরা এগিয়ে আসলে এসব বন্ধ করা সম্ভব হবে। এভাবেই একদিন সফলতা আসবে এবং গড়ে উঠবে সুন্দর আগামী।