এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তর, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১জুন) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথিবৃন্দ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রহিম। বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আফরুখতা হুরে রোকসানী কান্তা, জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি শেখ মোঃ মঞ্জুরুল আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, খামারীরা উপস্থিত ছিলেন।