লালমনিরহাট প্রতিনিধি :
জাতীয় স্যানিটেশন মাসে লালমনিরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭অক্টোবর) সকালে লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলের হলরুমে, জেলা প্রশাসন ও লালমনিরহাট জনস্বাস্থ্য প্রকৌশলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। উক্ত অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী নাছিমুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবিকা ফেরদৌসী বেগম বিউটি। এ সময় আরো উপস্থিত ছিলেন, এলজিইডি লালমনিরহাট এর নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী, লালমনিরহাট মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিনসহ লালমনিরহাট কলেজিয়েট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুর রহমান। আলোচনা সভায় বক্তারা উপস্থিত শিক্ষার্থীসহ সকলের উদ্দেশ্যে হাত ধোয়া দিবসের গুরুত্ব ও নিয়মিত হাত ধুয়ে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে করণীয় বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন