লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট সদর উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটি বাতিল ও যাচাই-বাচাই কার্যক্রম স্থগিত করনে ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মেজবাহ উদ্দিনের গ্রেফতারের দাবীতে সদর উপজেলার সাবেক কমান্ডার নুরুজ্জামানের নেতৃত্বে শনিবার সকাল ১১টায় মিশনমোড় চত্তরে শতাধিক সাধারণ মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অবসর প্রাপ্ত যুগ্ন সচিব কৃষ্ণ গোপালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু তালেব, ফয়েজ উদ্দিন ও মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের পুত্র ফারুক আহম্মেদসহ সাধারণ অন্যরা। উল্লেখ্য গত ৬ জুলাই মেজবাহ উদ্দিনের অবৈধ কার্যক্রমের প্রতিবাদে সাধারণ জনগনের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। পরে মুক্তিযোদ্ধারা মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্বারক লিপি প্রদান করেন। এর আগে তার বিরুদ্ধে বার্ণহার্ড কিন্ডার গার্ডেনে ও তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *