লালমনিরহাট প্রতিনিধি \ আজ সোমবার সকালে লালমনিরহাট তিস্তা রেলগেট হতে ২০ কেজি গাঁজাউদ্ধার ও একটি ট্রাক সহ ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কুড়িগ্রাম থেকে একটি ট্রাকের ( যার নং- ঢাকা মেট্রো-ট-১৮৮০-২৪) উপর বস্তা ভর্তি ২০কেজি গাঁজা নিয়ে তিস্তা রেল গেট এলাকায় অবস্থান করছে। এসময় সদর থানা পুলিশের এস আই খালেকুল বাদশা, এ এস আই আলমগীর ও এ এস আই মোফাজ্জলসহ সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ ট্রাকটি আটক করেন। ট্রাকে গাঁজা বহনের অভিযোগে ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ড্রাইভার কুড়িগ্রাম জেলার পাটেশ্বরী ইউনিয়নের মধ্য কুমপুর গ্রামের মোরশেদ আলীর পুত্র রাফিউল ইসলাম (৪১) ও হেলপার একই গ্রামের আব্দুল মজিদের পুত্র হাফিজুল ইসলাম(২৮)। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের পুর্বক  আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ আদালত উভয়ের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুল আলম জানান, ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। গাঁজার প্রকৃত মালিক কারা তা তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *