লালমনিরহাট অফিস \ লালমনিরহাট ক্লিনিক এন্ড প্যাথলজি মালিক সমিতির সাধারণ সভা ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ ৩১ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০ টায় লালমনিরহাট বিডিআর রোডস্থ মুনস্টার রেস্টুরেন্টে কার্যকরী কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সাধারন সভায় সভাপতিত্ব করেন, কমিটির সাবেক সভাপতি মোর্শেদুর রহমান রাঙ্গু, স্বাগত বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক মনজুম আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাংগঠনিক সম্পাদক, মাজেদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে শেখ শাহ আলমকে সভাপতি, আলাউদ্দিন আজাদকে সাধারন সম্পাদক ও মাজেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।