লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাইসাইকেল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর।
সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর, ভাইস চেয়ারম্যান নারী লতিফা বেগম লাকী প্রমুখ।