রাণীশংকৈল থেকে বিজয় রায় ঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের তরুণ লেখক মুনিরুল ইসলামের লেখা “ রয়েল এন্টিবায়োটিক” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী রাতে বাংলা একাডেমীর একুশে বই মেলার মোড়ক মঞ্চে অনুষ্ঠিত হয়। উপজেলার খঞ্জনা গ্রামের এক কৃষক পরিবারের সন্তান রয়েল। শিক্ষা জীবনে প্রতিটি পরীক্ষায় মেধার সাথে পাশ করে এসেছে। এটি তার সপ্তম গ্রন্থ। ইতিপূর্বে তাঁর লেখা রয়েল’স ডিজিটাল গ্রামার, রয়েল’স ম্যাজিক মেথড, টেনস দিয়ে ইংলিশের পোষ্টমর্টেম, রয়েল ডিজিটাল ভকেবুলারিসহ বইগুলো ব্যাপক আলোড়ন সৃষ্টি করে পাঠকের মন জয় করে নিয়েছেন। বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সংস্থা (বামাস)’র চেয়ারম্যান আবুল হোসেন আজাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী রিয়াজুল ইসলাম, এ্যাডভোকেট আবু নাসের হোসাইন সরকার, কেন্দ্রীয় আ’লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি। এ ছাড়াও সহজ, সরল, প্রাঞ্জল ভাষায় সৃজনশীল আঙ্গিকে রচিত বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে গুনি, লেখক ও কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
“ রয়েল এন্টিবায়োটিক” বইটির মোড়ক উম্মোচন’র ব্যপারে লেখক মুনিরুল ইসলাম বলেন, বইটি পড়ে শিক্ষার্থীরা ইংরেজি গ্রামার ও ইংরেজি ভাষার সৃষ্টিশীল অনেক জ্ঞান অর্জন করবে।