মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
তরুনদের সঠিক ইতিহাস জানার জন্য বঙ্গবন্ধু সম্পর্কীত বই পড়তে শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে । শিক্ষার্থীদের সত্যিকারের ইতিহাস জানতে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে জানতে হবে। যে যত বেশী বই পড়বে সে তত বেশী মেধা অর্জন করবে। তিনি আরো বলেন জীবনযাত্রার মান দিন দিন উন্নত হচ্ছে, শেখ হাসিনার মডেল সরকার যা বলে তাই করে। গতাকাল বধুবার বিকেলে দিনাজপুর চিরিরবন্দরে আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ে ২০১৪-১৭ ইং সালের জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা,মা-সমাবেশ ও দক্ষিন আলোকডিহি (মুন্সিপাড়া) এলাকার নতুন বিদ্যুৎ সংযোজন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মো: আবুল হাসান মাহমুদ আলী (এমপি)এসব কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি মো:মোখলেচ্ছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: মাশফাকুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ্, সাধারন সম্পাদক মো: আহসানুল হক মুকুল, চিরিরবন্দর অফিসার ইনচার্জ মো: হারেসুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মঞ্জুরুল হক, প্রধান শিক্ষক নন্দন কুমার দাসসহ আওয়ামীলীগের সকল নেতা-কর্মী, অভিভাবকসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথী সকাল সাড়ে ৯ টায় চিরিরবন্দর উপজেলার বিজট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মোকসেদ মন্ডল-এর বাড়ী যাওয়ার রাস্তার শুভ উদ্ভোধন । সকাল সাড়ে ১০ টায় নারী ফোরাম কর্তৃক হত দরিদ্র মহিলাদের মাঝে টেউ টিন, টিউবওয়েল ,হুইল চেয়ার ও ত্রানের টেউ টিন বিতরন। সকাল ১১ টায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ। দুপুর ১২ টায় আব্দুলপুর হর্তকি তলা হতে মহিষমারী যাওয়ার রাস্তার ইছামতি নদীর উপর ত্রানের ব্রীজ উদ্ভোধন। পরে বিকাল ৫ টায় মন্ত্রী ফতেজংপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স্র এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ।