News 16-12-2017

ঢাৃকা সংবাদদাতাঃ
শিশু-কিশোরদের মনে বিজয়ের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে : ভাষা সৈনিক হাজেরা নজরুল

ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাজেরা নজরুল বলেছেন, স্বাধীনতার ৪৬ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা এখনও সমাজের সকল স্তরে প্রতিষ্ঠিত হয় নাই। আজকের শিশু-কিশোরদের মাঝেই আগামীর বাংলাদেশ। সুতরাং এই শিশু-কিশোরদের মনে মুক্তযুদ্ধ আর বিজয়ের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আজকের প্রজন্মকে বিজয়ের চেতনায় তৈরী করতে হবে।
শনিবার শন্তিনগরে গোল্ডেন এরা কিডস্ স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলেঅচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুলের সভাপতি রাশেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্ধোধন করেন ইঞ্জিনিয়ার পারভেজ খাদেম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজী শামসুর রহমান, লাইফবার্তা২৪ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলা একাডেমীর সদস্য সৈয়দ নাজমুল আহসান, ডা. এম এ মুক্তাদীর, সাহিত্যিক টিমুনী খান, আলেয়া বেগম আলো প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ সালমা আহমেদ হীরা।
উপস্থিত ছিলেন অজিত কুমার সরকার, রেজোয়ানা রেহান, ফাতেমা খান নিশি, দিলারা আহমেদ ডিইজী, জাকিয়া ফৌজিয়া, নাফিয়া রহমান, ফৌজিয়া নওরিন, ফারহানা আক্তার, জান্নাতুল নাইম এলিজা, ফাজাহান আক্তার, সাদেক হাসনাত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *