মো: নাজমুল হুদা মানিক ॥ ২০০৪ সালের ভয়াল ও বিভীষিকাময় ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জননেত্রী শেখ হাসিনার উপর সংগঠিত হওয়া গ্রেনেড হামলার প্রতিবাদে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত প্রতিবাদী সমাবেশ ও আলোচনা সভা ২১ আগস্ট, ২০২০ রোজ শুক্রবার সকাল ১০টায় ঘটিকায় নগরীর অনুভব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদী সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন জননেতা এডভোকেট মোঃ জহিরুল হক খোকা। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় সমাবেশে ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহম্মেদ এম.পি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর সাবেক ভাইস চ্যান্সেলর ও জেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. আনোয়ারুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটন, জেলা কৃষকলীগের সভাপতি মো: আব্দুর রহিম মিন্টু, মহানগর শ্রমিকলীগের সভাপতি পুলক রায় চৌধুরী, জেলা মহিলালীগের সাধারন সম্পাদক সেলিনা রশিদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোফাখখার হোসেন খোকন প্রমুখ। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর জননন্দিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডা: মীর্জা মানজুরুল হক, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, এডভোকেট ফরিদ আহমেদ, আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব এডভোকেট এবি সিদ্দিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মমিনুর রহমান জিন্নাহ, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক অধ্যক্ষ আতিকুর রহমান, সম্মানিত সদস্য আলহাজ্ব এমদাদুল হক মন্ডল, শাহ কুতুব চৌধুরী, এডভোকেট ইমদাদুল হক সেলিম, আওয়ামীলীগ নেতা মো: হুমায়ুন কবীর হিমেল, আলহাজ্ব ইকবাল হোসেন, সেলিম আলমগীর, শ্রমিকলীগ নেতা মো: রাকিবুল ইসলাম শাহীন, মহানগর কৃষকলীগের সহসভাপতি নুর আলী তালুকদার, যুগ্ন সম্পাদক ইঞ্জনিয়ার ফিজার তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন শাহানশাহ, সুমন তাজ, জেলা যুবলীগ নেতা আনোয়ার জাহান শরীফ, গোলাম মেহেদী হাসান, অধ্যাপক জাকির হোসেন, মাহবুবুল আলম বাবলু, মো: আনোয়ারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি নুরজাহান মিতু, নাহিদা ইকবাল, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার, জেসমিন মিনু, মীর সালমা, মহানগর মহিলালীগের সহসভাপতি শাহিনুর আক্তার মিলি, মহিলা শ্রমিকলীগ নেত্রী সৈয়দা রোকেয়া আফসারী শিখা, যুব মহিলালীগ নেত্রী শারমিন লাকী, মাহমুদা হোসেন মলি সহ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্যবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদী সমাবেশে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে ২১ আগষ্ট সহ সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয় এবং আলোচনা শেষে সকল শহীদদের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আলহাজ্ব এবি সিদ্দিক। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহম্মেদ এম.পি বলেন, জাতির জনকের কন্যা আওয়ামীলীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী মেখ হাসিনাকে ১৭বার হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহতালা আমাদের মহান নেত্রীকে বাঁচিয়ে রেখেছেন। ২১আগষ্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা বলেন, বঙ্গবন্ধু কণ্যা হননেত্রী শেখ হাসিনাকে হত্যার মধ্যদিয়ে ষড়যন্ত্রকারীরা আওয়ামীলীগকে নিশ্চন্ন করতে চেয়ে ছিল। তাদের চেষ্টা ব্যার্থ হয়েছে। মহান আল্লাহতালা আমাদেও নেত্রীকে রক্ষা করেছেন। তবে নেত্রীকে বাঁচাতে গিয়ে অনেক তাজা প্রান শহীদ হয়েছে। আমরা এই ন্যাক্কার জনক জগন্যতম হত্যাকান্ডের কঠিন বিচার চাই। যাতে আর কেই এমন ন্যাকার জনক ঘঁন া ঘটাতে না পারে। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারন সম্পাদক জননেতা এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, বারবার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেও ষড়যন্ত্রকারী তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। মহান আল্লাহতালা আমাদেও প্রানপ্রিয় নেত্রীকে প্রানে বাঁচিয়ে রেখেছেন। তিনি সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করেন ও ষড়যন্ত্রকারী ও গ্রেনেট হামলাকারীদের দৃষ্টান্তমুলক কঠোর বিচার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন