ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আগামী ২ আগস্ট রংপুরে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবীবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে আয়োজিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলাপরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: জাফর আলী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনউদ্দীন আহমেদ মঞ্জু। আগামী নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ সফল করতে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম -১ আসনের জাতীয় সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, আবুল কালাম আজাদ,এবং মোস্তাফিজার রহমান সাজু।