এইচ.এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে :
ঝিনাইদহের শৈলকুপায় নৌকা প্রতিকের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়ে অন্তত ১৮টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এসময় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সন্ধ্যায় নিত্যানন্দনপুর ইউনিয়নের শেখড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ইউপি নির্বাচনে নিত্যানন্দনপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফারুক বিশ্বাসের কর্মী-সমর্থকরা শেখড়া গ্রামে নৌকা প্রতিকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিনের কর্মী-সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়।
এসময় আনারুল, শামীম, আলাম, জিন্না, শাহাদত ও বাবুসহ অন্তত ১০ জন আহত হয়। এছাড়াও হামলাকারীরা শেখড়া গ্রামের ইনজার মোল্লা, ইউসুফ মোল্লা, রোজদার, বাশার, হাফিজ, শফিকুল, বাহাদুর, নুর মোহাম্মদ, আয়ুব মোল্লা, শফি, শাহিন শিকদার, ফজলু মন্ডল, নজরুল মন্ডল, হানিফ, লুৎফর, ফরিদুল ও পিকুলের বসতবাড়ীতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।
নব নির্বাচিত চেয়ারম্যান ফারুক বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, তার কর্মী-সমর্থকরা কারো উপর হামলা চালায়নি। তাদের কর্মী-সমর্থকদের উপরই হামলা চালিয়েছে বলে তিনি দাবী করেন।
এদিকে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম মোবাইল ফোনে জানান, শেখড়া গ্রামে সংঘর্ষে কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর ও কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে ও ৩ জনকে আটক করা হয়েছে।