এইচ,এম ইমরান, শৈলকুপা :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কয়েকটি ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার উপজেলার ১৫ নং ফুলহরি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল। তিনি এ অর্থ বছরে ৭৭ লাখ ৯৭ হাজার ৭২৬ টাকার বাজেট ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহমান, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষন প্রসাদ সাহা, ইউপি ভূমি নায়েব আব্দুল কুদ্দুস, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু হরেন্দ্র নাথ বিশ্বাস, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অনুপ কুমার বাগচি, সম্পাদক তোবারেক হোসেন, প্যানেল চেয়ারম্যান মোজাম মন্ডল, আমিরুল ইসলাম, আতিয়ার রহমান, আশরাফুল ইসলাম, শহিদুল ইসলাম, সংরক্ষিত আসনের সারা খাতুন, রোজিনা খাতুন, পাপিয়া খাতুন প্রমুখ।

এদিকে গত ২৪ এপ্রিল ৫ নং কাচেরকোল ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান এ্যাড. সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন ৮৬ লাখ ৭৯ হাজার ৪১০ টাকার বাজেট ঘোষনা করেন। এসময় ইউপি সচিব, ইউপি সদস্য, সংরক্ষিত আসনের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অপরদিকে গত ১৭ এপ্রিল ১ নং ত্রিবেনী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান জরুহুল হক খান ৫৭ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও গত ২৩ এপ্রিল ৭ নং হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার কামরুজ্জামান জিকুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউপি সদস্য এবং সংরক্ষিত আসনের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।

উপজেলার অবশিষ্ট ইউনিয়নগুলোতে এ মাসের মধ্যেই উন্মুক্ত বাজেট ঘোষনা করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *