এইচ,এম ইমরান, শৈলকুপা :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরে ৮৬লাখ ৭৩ হাজার ২৪০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।
বৃহ¯পতিবার ৬নং সারুটিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মক্ত বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মুক্তার আলী, ইউপি সদস্য আফরোজা খানম, কামনা রানী, সাবিনা ইয়াসমিন, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম,শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, আলাল শিকদার, হাবিবুর রহমান,ওয়াজেদ আলী, আনোয়ারুল হক, ইউপি ভূমি সহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ৫ লাখ ৫০ হাজার টাকা, অনুদান ২১লাখ ২৩ হাজার, ২’শ ৪০ টাকা, উন্নয়ন অনুদান ২৬ লাখ, ৭৩ হাজার ২৪০টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৬০লাখ টাকা। সর্বমোট ৮৬লাখ ৭৩ হাজার ২৪০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।