এইচ এম ইমরানঃ
ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীর বড়ুরিয়া গ্রামের অংশে ভাঙ্গন রোধে অস্থায়ী বাধ নির্মাণ প্রকল্পের কাজের উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে মোবাইল ফোনের মাধ্যমে বড়ুরিয়া গ্রামে বাধ নির্মাণ কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আফসার উদ্দিন, সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন, প্রকল্পের ঠিকাদার মতিয়ার রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস প্রমুখ।
প্রথম পর্যায়ের এ প্রকল্পে মোট বরাদ্ধ এসেছে ২৮ লাখ ৯৭ হাজার টাকা। বরাদ্ধকৃত এ অর্থে নদী গর্ভে মোট ৮ হাজার ৩৭৬টি জিও ব্যাগ ফেলা হবে। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পেও একই পরিমান অর্থ বরাদ্ধ রয়েছে। দুই প্রকল্প মিলে মোট ১৫০ মিটার বাধ নির্মাণ করা হবে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান।