এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) :

ঝিনাইদহের শৈলকুপায় দূর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাউদিয়া গ্রামে কুমার নদে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে দুদক।

জানা যায়, দুদক হট লাইন ১০৬ এ অভিযোগের ভিত্তিতে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের ইনফোর্সমেন্ট টিম এ অভিযানে নামে। অভিযানে উপস্থিত ছিলেন দুদকের যশোরের উপ-পরিচালক মোঃ নাজমুচ্ছায়াদাত, সহকারী পরিচালক মোশাররফ হোসেন, মাহফুজ ইকবাল, কোর্ট ইন্সপেক্টর আকতারুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ইফতেখার ইউনুস ও পৌর নায়েব আব্দুস সালাম প্রমুখ।

দুদক জানায় ঝাউদিয়া গ্রামে মৃত খালেক সাহেবের ছেলে সামসুল ইসলাম এর বাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো। ড্রেজার মেশিন ধ্বংস করা হলেও মালিক পাঁচপাখিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুস সাত্তার পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন