এইচ,এম ইমরান, শৈলকুপা :
“প্রবীনের যুক্তি, নবীনের শক্তি” শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের উপজেলা অফিস উদ্বোধন হয়েছে। সোমবার বিকেলে শৈলকুপা উপজেলা পরিষদের পুরাতন ভবনে এ অফিস উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ¦ এস,এম কোবাদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রহমত আলী মন্টু, সোনালী ব্যাংক শৈলকুপা শাখার ম্যানেজার বসির আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক (অব:) গোলাম রসুল পান্না, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু হাশেম, শিক্ষক রবিউল ইসলাম, উপজেলা সাহিত্য পরিষদের সম্পাদক অধ্যক্ষ শেখ কবিরুল ইসলাম, উপজেলা দুদক সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল ওহাব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীন শিক্ষক শফিউদ্দিন বিশ্বাস।